আমি দেখেছি অনেক-এর মাঝে এক,
সিকিম আসাম মেঘালয় মণিপুর-
অরুণাচল ত্রিপুরা নাগাল‍্যান্ড।
সব রাজ‍্যের বহুবিধ ভাষা,
পোষাক আর নিজস্বতা।

*********
তাং: ‌১০/০৯/২০১৮ ইং
২৪ ভাদ্র,১৪২৫ বাংলা
সন্ধ‍্যা: ৮.০৭ঘটিকা
ধর্মনগর, উত্তর ত্রিপুরা,ভারত।