মনের গভীর ছায়ায়, যেখানে স্বপ্ন লুকিয়ে থাকে,
লুকানো থাকে ইচ্ছা যা নীরবে চুম্বন করে চাঁদকে।
তারার আকাশে বুনেছে দীর্ঘশ্বাস নিত্য নতুন আশা,
গোপন আকাঙ্ক্ষা শক্তভাবে আবদ্ধ, খামের ভেতর।
মধ্যরাতে আনন্দ আবরণে পড়ে স্বপ্নের সীলমোহর,
পাপড়ির ভাঁজগুলো, প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায়।