অর্ধশতাব্দী নয়-কেননা,
এখনো পাঁচখানা বছর বাকি আছে।
অতিবৃষ্টি, অনাবৃষ্টি আর করোনা -
অনর্থক মতভেদ, যুদ্ধ আর বারুদের কারখানা।
একটু থামা আবারো আনাগোনা
গতিজাড‍্য কখনো বুঝি করে প্রতারণা।

অদৃশ‍্য  অনুভবে পরিচিত আন্তরিক হাসি,
মনে হয় সে কথাটাই বলি!
মুগ্ধতা মধুরতা আর আনন্দ উপত্যকায়
একটি নতুন গোলাপের জন্ম!
ভালো লাগা মুহুর্তের প্রতিচ্ছবি নিয়ে-
বেঁচে থাকি আমি -'আবারো আসবে তুমি'!

দিগন্ত জুড়া আলোকচ্ছটা-
মুছে ফেলুক সকল দুঃখ ব‍্যথা।
দৃশ‍্যে অদৃশ্যে ভালো থেকো তুমি,
আবেগ অনুভূতির নির্বাক ধ্রুবতারা।
    💐💐💐💐💐💐💐💐💐