জীবন তুই বেরিয়ে পড় রাজপথের ঐ তপ্ত্ রোদে
ঘরের কোনে মায়ের আঁচল-
ছেড়ে দে না বাঁচার তরে।
প্রতিদিনই ছুটতে হবে নিজের ঘরের তালা ভেঙ্গে।
খিড়কি করে তাকাস নে আর-
ছিনিয়ে নে ঐ রাজার আসন।
পৌঁছাতে হবে অনেক দূরে বিশ্ব জয়ের নেশায় মেতে।
বাঁধা-কাঁদা সবই ফেলে
যাস না কেন বারেক জেলে,
যুগান্তরের পথে হেটে দ্বীপান্তরে নির্বাসনে।
ইচ্ছের ডানা মেলে দে তুই আগ্রাসনের অভিমানে,
সিংহদুয়ার ভেঙ্গে দে না নতুন পথের সন্ধানে।