রাজপথের চৌমুহনীতে,
সুন্দর সুসজ্জিত শহীদ বেদী।
তাতে দাঁড়করানো-
একখানা উলটানো নকল রাইফেল।
কার্গিল বিজয়ী শহীদদের গৌরবমাখা স্মৃতি,
লোকারণ্য শহরের রাস্তায় লক্ষ জনতার
আনাগোনা-অথচ প্রায় সকলের অলক্ষ্যে
দাড়িয়ে আছে ঐ বন্ধুকখানা।
শুধুমাত্র ব্যতিক্রম এক জোড়া ভাঙা শালিক।
উড়ে এসে বসে ঐ বন্দুকে পড়ানো-
হেলমেটের উপরে।
শালিক ডাকাডাকি করে মলত্যাগ করে
উড়ে চলে অন্যকোথাও।
রাইফেলখানা আবারও একা,
দাঁড়িয়ে থাকে রোদ বৃষ্টি অবহেলা করে;
নিঃপ্রান বিজয়ী সৈনিকের মতো।
********
তাং: ১৪/০৫/২০১৮ ইং
৩০ বৈশাখ,১৪২৫ বাং
রাত:৯.৫৮
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত