শেষ সংলাপটি ছিল-
'পরিবেশ বাঁচাও জীবন বাঁচাও!'
দৃশ্যে ছিল ফাঁটল ধরা মাঠ,
তৃষ্ণার্ত চাতক ঝরে পড়ছিল মাটিতে!
শুস্ক বটবৃক্ষে পাতা নেই-
ছিল আধ-ভাঙা শাখা প্রশাখা!
আর মানুষেরা হাটুতে ভর করে প্রার্থনা করে,
হে ভগবান!বৃষ্টি আসুক পৃথিবীর বুকে-
আমরা তৃষ্ণার্ত;আমরা বাঁচতে চাই!
আবার দূরে কোথাও শুনা গেলো-
'আল্লাহ, মেঘ দে পানি দে ছায়া দেরে তুই!'
********
তাং: ৫/০৬/২০১৮ ইং
২১ জৈষ্ঠ,১৪২৫ বাং
বিকাল:২.৩০
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত