সহচর হলো আজ নতুন বছর,
সবা‌ই আপন আজ নহে কেহ পর।
পুষ্পের গন্ধবহে সমীরন আকাশে,
দুঃখ বেদনা ঘুচাতে বছরের শেষে।
শিলাময় হৃদয়েরে বিগলিত করো,
নাদিবেনা আজ অশ্রুপিতা জলধর।
সমীপে থেকো বন্ধু আপনার ভেবে,
ভুল যদি হয় কিছু ছাড়িও হিসাবে।
সাজিয়েছি স্বর্ণপুরী হৃদয় অঙ্গনে,
বিচরণ হোক হেথা মনন কাননে।
বিশ্ব কাননে মালি আমি প্রেমসন্ধানে,
ভালোবাসি তোমারে আজো মনগহনে।
লীলায় খেলিবে তুমি বিধাতার আশা,
ঘরেতে নয় বন্ধু মনে বাঁধিও বাসা।


      *********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১/০১/২০১৮ ইং
    ১৬পৌষ,১৪২৪ বাং
       সকাল- ০৬.৪৪