দীপ্তিময় পৃথিবীতে -
এই দিনেই শুরু হয়েছিল ,
আমার জীবনের প্রথম কান্না থেকে আনন্দের দিন গুলি।
প্রতিটি বছর পেরিয়ে যায়,
বয়স বাড়তে থাকে,
পাপড়ির মতন নিজেকে করি উন্মোচন।
ছোট বড় মুহুর্তের উপহার,
কখনো আছে কান্নার পাহাড়-
তবুও আনন্দ ভালবাসার স্বপ্ন দেখি সারা রাত।
আশীর্বাদ করো সবে-
আলোকিত হোক হৃদয়,
এই 6 ই এপ্রিল, আমার শুভ জন্মদিন!