নিশীথের ঘুম ভেঙে, জানালা খুলে,
দূর আকাশে তাকিয়ে, ভাবছি মনে।
নক্ষত্র জ্বলছে, চাঁদ আছে উজ্জ্বল,
পৃথিবী নিদ্রামগ্ন, নিস্তব্ধ কোলাহল।
কত রাত কেটে গেল, অমানিশার,
ঘুমের মাঝে হারিয়ে, কত স্বপ্ন জাগার।
স্বপ্ন দেখেছি হয়তো, সুন্দর, মধুর,
সে সব স্মৃতি এখন, ম্লান, ব্যথাতুর।
জাগতে ইচ্ছে করে না, চোখ বন্ধ,
আবার ঘুমিয়ে পড়লে, হবে কি মন্দ!
জানি, সকাল হবে, রাত যাবে চলে,
সূর্য উঠবে আকাশে, কিছু না বলে।
আমাকে উঠে দাঁড়াতে হবে, নতুন করে,
নিজেই লড়াই করে নতুবা যাব হেরে ।