লিখেছিলাম এক রাতে নাম বিহীন কবিতা,
সিংহাসনে বসেছিলাম হয়ে মুকুটহীন রাজা!
আমার মনের গোপন কথা লেখা ছিল তাতে,
অনেক দিনের দুঃখ কথা গল্প হলো সেটা!

********

তাং: ১২/০৫/২০১৮ ইং
২৮ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৫.৫৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত