রঙিন দুনিয়ায় কতো না খেলা,
ব‍্যস্ত  সবাই আজ-
ব‍্যস্ত অতি ব‍্যস্ত!
প্রারম্ভিক যৌবন থেকে শেষ যাত্রা,
হ‍্যা, শেষ যাত্রার দিন পর্ষন্ত!
কোলাহলে জেগে উঠি প্রতিদিন
শুধু ব‍্যস্ততার টানে!
লাভ লোকসানের হিসেবে
ডানে বায়ে টানা পোড়ন!
দলাদলি রাজনীতি আর-
কিছুটা হলেও দুর্নীতি চলে-হয়তোবা চলবেই।
ঠিক কতো দিন চলবে তা অবশ্য জানিনা!
সঙ্গী সাথীরা শাড়ি বদল,
আর জামা বদলে ব‍্যস্ত সবাই!
আর সময় নাই! সময় নাই!

অন‍্য দিকে কিছু মানুষ শান্ত, চিরশান্ত,
ব‍্যস্ততা নেই তাদের,
তারা আর আবিরের রঙ মাখে না!
জামাও পাল্টায় না,
হয়তোবা ডাস্টবিন বা
আস্তাকুঁড়েই তাদের মন্দির,
হ‍্যা মন্দির‌ই মনে করে!
না জানি তারা কতো সুখী-
হতেও পারে চিরসুখী বা চিরদুখী,
তবে তারা বন্ধন মুক্ত বিহঙ্গ নিশ্চয়!

  ********

তাং: ০২/০৪/২০১৮ ইং
১৮ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৬.০৩
ট্রেনে বসে, পনিসাগর
উত্তর ত্রিপুরা, ভারত