যখন দ্যাখি মায়ের মুখ,
মনে হয় যেন স্বর্গ সুখ।
মায়ের কোলে মাথা রেখে,
শান্তি যে পাই তাকে দেখে।
তার পরশে অমৃত মধু,
যদিও সে বা পল্লী বধূ ।
ভেঙে পড়ি দুঃখ পেয়ে,
আবার জাগি তাকে চেয়ে।
তার কথাতে সান্ত্বনা পাই,
মায়ের মতো কেউই যে নাই।