দেশে দেশে হচ্ছে আজ মহাবীরের পূজা,
ধুয়ে মুছে ফেলবে সবাই অতীত পাপের বোঝা‌।
দুখহর্তা, সংকট মোচন জয় হনুমান জী,
সঙ্গে থাকলে বজরংবলি বিপদ আবার কি?
হনুমান চল্লিশা পাঠ করিলে ভক্তবৃন্দ সবে,
কথিত আছে সে দেশেতে বিপদ নাহি রবে!
দয়ার সাগর রামভক্ত জয় হনুমান,
তোমার চেষ্টায় রক্ষা হলো সীতার সন্মান।
আমি কেন পূজি তাঁরে-শুনুন বন্ধুরা,
ভালো লাগে সেই কথাটা,"বীর ভোগ‍্যা বসুন্ধরা।"

********

তাং: ২৯/০৩/২০১৮ ইং
১৪ চৈত্র,১৪২৪ বাং
সকাল:৫.৪৪
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত