মিছিলের চিৎকারে,
ঘুম ভাঙলে- জানালা খুলে দেখি-মহাজনসমুদ্র
আমার ভাইয়ের রক্তে লেখা ইতিহাসের পৃষ্ঠা গুলো হয়ে উঠেছে যেন জীবন্তI
মাতৃভাষার অধিকার নিয়ে গণ সংগ্রাম, চেতনায় জীবন্ত,
বাঙালির রক্ত ঝরানো জবা কুসুম গুলো অনাবৃত চিরকালের জন্য I
আজ উনিশের সেই ভয়ংকর দিনের রক্ত ঝরানো –
প্রতিবাদে গর্জে ওঠে - প্রতিধ্বনি করে লক্ষ শতবার।
সে দিন; মা! মা! ডেকে-
কাপুরুষের গুলিতে লুটিয়ে পড়েছিল এগারোটি তাজা প্রাণ
কেউ রাস্তায় কেউ ডোবাতে কেউ বা ধান ক্ষেতের পাশে,
শুধু তাই নয়-
কোন কোন দেহ গুম করে দেওয়া হয়
শাসকের নির্লজ্জ ইঙ্গিতে I
বজ্র মুষ্টি করে জেগে উঠেছে আজ কোটি বাঙালি-শহীদের স্বপ্নপূরণে
প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য,
ইতিহাস তুমি তাই বিশ্ব মানবে I
বীরপুরুষ-তরণী, কানাইলাল, শচীন্দ্র, বীরেন্দ্র ,সুনীল , কুমুদরঞ্জন
সত্যেন্দ্র, হিতেশ , চণ্ডীচরণ ও সুকোমল সবই সেনা নায়ক বাংলা মায়ের I
হাসি কাঁদি বেঁচে থাকি বাংলা ভাষার প্রেমে
জীবন দিয়ে জীবন বাঁচাই মাতৃভাষার অঞ্জলীতে ।