মা!
তোমার টানে তোমার মেয়ে,
ট্রেনে চড়েছে।
রাতের শেষে সে আমাকে,
ফোনে ডেকেছে!

মা!
বয়স কালের জরা ব‍্যাধি,
তোমায় ডেকেছে।
মায়ের মায়ার আসীম সীমা,
কেনা দেখেছে!

মা!
রাগ করেছ তুমি বুঝি,
চোখ মুদিলে তোমার ছবি।
অভিমানেও আশার আলো,
তুমি যদি হ‌ওগো ভালো!

মা!
সুস্থ হয়ে আসো বাড়ি,
যতো পার তাড়াতাড়ি।
গ্ৰামের বাড়ি তোমায় ডাকে,
চেয়ে আছি কাঁশের ফাকে।

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০৩/২০১৮ ইং
   ২৯ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৬.৪৭