এক কোমর গভীর রাতে,
কাছে দূরে নিঃছিদ্র ঝিঝি পোঁকার ডাক।
শরীর শরীরকে খোঁজে-
মন মানুষকে।
এক মাতাল ভুল করে-
অপর বাড়ির কড়া নাড়ে।
রজনীগন্ধা চাইনি কখনো,
তবু নামের গন্ধে বিভোর হয়ে-
ফুটপাত আর আমি ডুবে যাই
সরু গলির অন্ধকারে।
********
তাং:০৪/০৮/১৯
ধর্মনগর, উত্তর ত্রিপুরা।