মানুষ
এখন
যেন ঈশ্বরের প্রতিনিধি
আপন  ইচ্ছাতেই
করে চলছে সৃষ্টি, বিস্তার আর প্রলয়।নারীও তাই মানুষের তালিকায় আজকাল  কাঁচা আলো
যদি চায়
নিমেষে গিলে নেয়  পৃথিবীর ঘোমটা  অসম্ভব কিছু নয়  মানুষের কাছে।