সুখের খোঁজে কেউ যদি বের হয় রাজপথে,
আমার দেশের মানচিত্রখানি তুলে দিও তার হাতে।
সবুজ শ্যামল গাছে বাঁশে সাজানো জন্মভূমি,
রামধনু রঙ মাখা অপরূপ রূপে দিগন্তের বেস্তামি।
সন্মান বহু পায় আমার দেশের নর নারী,
কেউ তো ভুলে নাই ফিরতে নিজ দেশের বাড়ি।
তারা হাসে কথা কয় চাঁদ বুড়ির দেশে,
মা-মাটির ভালোবাসায় আপ্লুত সবাই যেন পরিশেষে।
তোমার হৃদয় যদি সদয় হয় ভালোবেসে মানুষ,
কালবৈশাখীর দুর্বিসহ রাতেও নিভিবেনা ফানুস।
********
তাং: ০৭/০৬/২০১৮ ইং
২২ আষাঢ়,১৪২৫ বাংলা
সন্ধ্যা: ৬.০৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত