নীলিমায় ভেসে আছে রৌদ্র-ঝিলমিল্,
আকাশের ঐশ্বর্যে চাঁদ খানা তিল।
নিঃসহায় বন্দি আমি দেহখানা প্রাচীর,
-উদ্ধেলিছে মন আমার ভালবাসা গভীর।

********

তাং: ২৯/০৪/২০১৮ ইং
১৫ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৬.৩৪
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত