একটি মৃদু সুর গায় আজও ভরসার গান,
সন্ধ্যার ডুবে যাওয়া সূর্যের নিচে-
এটি হৃদয় শুনে বিশ্বাসের কথা।
নোটের প্রয়োজনে নাচে তনয়া ছন্দে,
সংঘাত আর অজস্র ভয়ের মাঝে-
উত্তরনের অব্যক্ত শপথ নিয়ে ।
উত্থান পতনের একটি ক্ষণস্থায়ী সুর-
নপুরের রিনিঝিনি- রক্তাক্ত পায়ে
মেঘমল্লার -শুনি আমি দূর কোথাও।
প্রতিজ্ঞার বেদীতে দাঁড়িয়ে,
পবিত্র নিস্তব্ধতার সকল কণ্ঠ একত্রিত করে,
গৌরবময় আলোতে ভিজে চলে ক্রমে।
হৃদয়ের অব্যক্ত ভালবাসার শপথ –
উত্তাল সমুদ্রের ঝড়ে;
অনুভব করে এখন সেও আছে বেশ স্বাচ্ছন্দ্যে।