মেরিনার সাগর যেন সৈকত,
স্মৃতি তটে আঁকা প্রজ্জ্বলিত ছবি!
সে হয়তো আজো দাঁড়িয়ে আছে,
আমাদের প্রতীক্ষায়!
সেদ্ধ ভুট্টা খেতে খেতে বালুকা পেরিয়ে,
সাগরের নীল জলে স্পর্শ।
নোনতা জলে সাতার কাটা,
হাজার লোকের সন্মুখে -
তোমাকে জড়িয়ে ধরার দুঃসাহস।
স্মৃতি আজ‌ও জাগরিত-
মেরিনার বুকে ভালোবাসার টানে।

********

তাং: ‌২০/০৬/২০১৮ ইং
৫ আষাঢ়,১৪২৫ বাংলা
বিকাল‌:০১.২১
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত