বন্দী কণ্ঠে গান গায় পরাধীন কবি,
হৃদয়ে দেশের প্রেম, চোখে অশ্রুজল।
শাসকের অত্যাচারে ভেঙে পড়েছে তার বীণা,
স্বপ্নের আকাশে জমেছে মেঘের ঘনঘটা।

শব্দের খেলায় সে বন্দী, কল্পনার খাঁচায়,
স্বাধীনতার কথাতেই কেড়ে নেওয়া হয় তার কলম।
অন্ধকারে ডুবে আছে অনিশ্চিত ভবিষ্যৎ ,
তবুও থামে না তার গান, থামে না তার প্রতিবাদ।

গোপনে গোপনে সে লিখে দেশপ্রেমের গান,
ছড়িয়ে দেয় সেই গান জনগণের মাঝে।
একদিন হয়তো ভেঙে পড়বে এই শাসন,
স্বাধীন হবে কবির কণ্ঠ, উন্মুক্ত হবে তার কল্পনা।

ততদিন  সে লড়াই করবে তার কবিতা দিয়ে,
অত্যাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলবে মানুষ।
পরাধীন কবি বলে সে হার মানবে নিজ দেশে,
স্বাধীনতার সূর্য উঠবেই একদিন পরিশেষে।