আমার আত্মার গভীরে বয়ে যায়-
সত্য বন্য আবেগের ঝড়।
অনুভব করি বুকে পৃথিবীর ভার,
বিশ্রাম নিতে পারি না তাই।
প্রাণ বায়ু হাহাকার করে,
কবে যেন উড়ে যায় আমাকে ছেড়ে।
নিজেকে হারাই ঝড়ের মাঝে-
মনে হয় এই হৃদয় অতি ভঙ্গুর।
বিপর্যয়ের সাগরে-
বজ্রপাত হয়; বিদ্যুৎ চমকায়
তবু আশার আলো দেখি শতবার,
দেখি রোদের রশ্মি।
মেঘ বিচ্ছিন্ন হয়ে ওঠে সূর্য ।