জন্ম নিয়েই, কাঁদি, বলি, "মা!"
বড় হই, শিখি, জ্ঞান লাভ করি,
স্বপ্ন দেখি, আশা করি,
সুখে-দুঃখে জীবনযাপন করি।
কখনো হাসি, কখনো কাঁদি,
কখনো ভালোবাসি, কখনো ঘৃণা করি,
কখনো জিতি, কখনো হারি,
কখনো সফল হই, কখনো ব্যর্থ হই।
জীবন কি শুধু এটাই?
আসলে এর মানে কি?
কি এ শুধু খেলাঘরের খেলা,
জন্ম, মৃত্যু, তার মাঝে সব ফাঁকা?
নাকি, এর অবশ্যই আরও অর্থ আছে,
কিছু গভীর, কিছু অজানা।
সেই অজানাকেই খুঁজি আমি?
জীবনের সত্য কি জানতে পারব?
হয়তো না, হয়তো হ্যাঁ,
কোন উত্তর নেই, শুধুই চেষ্টা আছে।
তবুও চলব এগিয়ে,
জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করব,
ভালোবাসব, সাহায্য করব,
মানুষ হয়ে বাঁচব।
কারণ জীবন একবারই,
এর চেয়ে বড় সত্য আর কিছু নেই।