মঙ্গলশোভার আলোর পথে
সূর্যোদয়ের আলোয় রাঙা আকাশ,
মৃদু বাতাসে মন ভরে আশা।
পাখিরা গান গায় সুরেলা,
নবজাগরণের বার্তা দেয় স্পষ্ট।
মঙ্গলশোভার আলোয় পথে,
চলো এগিয়ে যাই সকলে।
ভুলে যাওয়া দুঃখ-কষ্ট সব,
নতুন করে গড়ে তোলো জীবন।
শ্রম ও সহনশীলতার পথে,
অগ্রসর হও সাহস নিয়ে।
সত্য ও ন্যায়ের পথে,
চলো হাঁটো মাথা উঁচু করে।
মঙ্গলশোভার আলোয় পথে,
সকলের মিল হোক একান্ত।
ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনে,
গড়ে তোলো সুন্দর পৃথিবী।
মনে রাখো, এই জীবন অমূল্য,
প্রতিটি মুহূর্তকে করো মূল্যবান।
মঙ্গলশোভার আলোয় পথে,
চলো এগিয়ে যাই সকলে।