ভূমিদান-কশ্চিৎ কেউ কেউ করে নিঃস্বার্থে,
এই বিস্তৃত আকাশের নিচে,
যেখানে স্বপ্নের শিকড় বেড়ে চলে প্রতিদিন ।
পৃথিবীর এক টুকরো ভূমি,
তাতেই সমৃদ্ধির অভয়ারণ্য গড়ে উঠে.
আশার বীজ পোতা হয় প্রতিদিন।
বিনিময় চায় না দাতা-
চায় না কোন গৌরব কথা।
শুধু আন্তরিক ইচ্ছা-
যেন ফসল উঠতে পারে।
মানুষ দাঁড়াতে পারে-এইটুকু মাটিতে,
তৃণভূমির বিছানায় স্বপ্নের বুনো ফুল হয়ে।