মনে হয় যেন-
বিশুদ্ধতা হারাতে চলেছি আমরা,
কাল থেকে কালান্তরের পথে।
মাটি খানি আজ ইউরিয়া ভরা,
শ্লেট পাথরের অভঙ্গুর বিছানা।
চারি পাশে দেখি লোভ আর স্বার্থের আবেশে,
তরতাজা ফলমূল বিষে ভরা আজ।
অধিকৃত প্রকৃতি কোল কৃত্রিম প্রজন্মে,
ভুলে গেছি পান্তাভাত-চাউমিন দুপুরে।
বাহ্ ,কি যেন বিকাশ-
দেহখানি হলো আজ জটিল ব্যাধির,
এক জীবন্ত ল্যাবরোটারী!
********
তাং: ১১/০৫/২০১৮ ইং
২৭ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৮.১৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত