আকাশটা অনেক বড়ো-
যতো চাও ততো উড়ো।
মনটা পাখির মতো-
দানা পেলে ভিড় করো।
স্বার্থ খুবই বুঝ-
নিজের গুলোই কেবল খোঁজ।
আমার শুধু আমার-
গোল্লায় যাক অন্য সবার।
মানুষ না দেবতা-
বানিয়েছে যে কোন বেটা!
উত্তর দিতে ব‍্যর্থ-
'ভালোবাস' তা আমিও কৃতার্থ!
*****
তাং: ০৬/০২/২০১৯ ইং
সকাল:০৫.৩৫
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত