ভবঘুরে আমি যদি পৃথিবীর বুকে,
সেই থেকে আজ‌ও খুঁজি কবিতাকে!
কবির মরমের কথা কবিতায় গাঁথা,
নাজানি কে কোথায় দিয়েছিল ব‍্যথা!
নেশায় কাটিল নিশি শব্দের চয়ন,
নিদ্রাটুকু ভুলে যেন প্রস্ফুটিত নয়ন!
ছন্দের খোঁজে চলি বীথিকার বন,
আনি তারে খুঁজি-তবু ভরেনা যে মন।
রূপের সাগরে ভাসি স্বরূপের খোঁজে,
চিরচেনা সেই মুখ লুকিয়েছে লাজে!

********

তাং: ‌২২/০৬/২০১৮ ইং
৭ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৫.১২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত