মিশরে যাইনি আমি,
তবু পিরামিডের স্বপ্ন দেখি।
ব'য়ে যায় জীবন,
গোধূলি পেরিয়ে গভীরতার পথে।
মৌন হয়ে শুনি,
মৃত্যু ঘন্টার জয়জয়কার ধ্বনি।
শতাব্দীর গ্লানি সিক্ত,
মননে আঁকা ছবির প্রতিচ্ছবি।
ডুবে যাই আবেশে,
কার লাগি কিসের খোঁজে!
********
তাং: ৩০/০৪/২০১৮ ইং
১৬ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:১০.১৯
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত