আমার হৃদপিণ্ডে যেন কতকগুলো-
নতুন শব্দ শুনতে পায়!
সুযোগ পেলে মনযোগ দেই,
বুঝার চেষ্টা করি -শব্দ গুলো কি বলছে।
বুকে হাত দিই ভালো করে বুঝবার জন্য,
ভালোবাসার গন্ধ নাকে লাগে কখনো,
আবার কখনো গোলাপ পাপড়ির স্পর্শ হাতে।
সাদা কাপড়ে খুলে রাখি হৃদপিন্ডটাকে,
তবু কেন লাভ-ডুক করে বুঝিনা;
আমি বুঝি না!
সে যাইহোক আমার হৃদপিন্ডের-
দুটি অলিন্দ আজও আছে,
জেনে খুশী হই!
আমি ধার্মিক কিনা জানি না,
তবে হিংসুক হতে চাইনা।
********
তাং: ১৬/০৫/২০১৮ ইং
১ জৈষ্ঠ্য,১৪২৫ বাং
বিকেল:৩.১২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত