যে ছিল মোর মনের গহনে,
উড়িল সে আজি দূরের গগনে।
চলে গেল সে নাকহিয়া মোরে,
বসিনু বিরহে আমি শূন্য ঘরে।
নন্দিত রহিও তুমি চাঁদের দেশে,
শায়িত রহিব আমি তোমারই আবেশে।
দিনশেষে হে প্রিয় আসিব আমি,
খুঁজি লব কোথায় লুকিয়েছ তুমি!
********
তাং: ২৯/০৫/২০১৮ ইং
১৪ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৬.২৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত