আগামী দিনের ইশারা দেখি অমঙ্গল,
তুমি কেন চলেছ মলিনতার পথে?
শুধুই নাকি লৌকিক সন্মানের তাগিদে,
ক্ষান্ত হ‌ওগো সুপ্রিয়া ভালো থাকবার জন্য।

********

তাং: ১৬/০৪/২০১৮ ইং
২ বৈশাখ,১৪২৪ বাং
রাত:১০.২০
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত