আজব গুজব কতো কথা,
মন্ত্র পাঠে ছাড়লো ব্যথা!
বৈদিক এতে মূর্তি পূজা,
ভয়ের কারণ হলো সোজা।
রীতি নীতি অনেক কিছু,
কারন ছাড়া কেন পিছু?
সিদ্ধ হলে শুদ্ধ চিত্তে,
লোক দেখানো সবই মিথ্যে।
ইন্দ্র ছেড়ে ইন্দ্রিয় ধরে,
ব্রহ্ম বিদ্যার নামটি করে!
মৃত্যু গ্লানির কতো কথা,
হৃদয় জুড়ে নানা ব্যথা।
প্রস্তর এতে চমকি পাথর,
আলোক জ্বলুক দেহ নিথর।
বানী বীণার মিলন পথে,
মেতে উঠুক সৃষ্টি সুখে।
********
তাং: ০৪/০৫/২০১৮ ইং
২০ বৈশাখ,১৪২৫ বাং
দুপুর:১.৩৭
নিজ বাসভবন,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত