এসো আজ খেলবো হোলি বসন্তের ই রঙ মাখানো দুপুর বেলা-
বসন ভূষণ নতুন পড়ে এসো তুমি রাঙা মাঠে।
তোমার গানের সুরে সুরে মনে প্রাণে দোলা লাগে-
এসো আজ খেলবো হোলি তোমার সাথে।
সেদিন আমি রেখেছিলাম আতর গোলাল মেখে
ভালোবাসার মর্ম কথা হৃদয় গহ্বরে
কতক সেদিন গেল ভেসে অশ্রু নদী বেয়ে
তোমার চোখ দেখা আমার স্বপ্ন কত শত।
আজকে আবার জীবন জাগে অঙ্কুরিত স্বাদে
রঙিন শাড়ির হলুদ পাড়ে কে যে আমায় ডাকে?
ঋতুর প্লাবন দুপুর বেলা শুকিয়ে গেছে চামেলি মালা,
আমার বুকে নতুন আগুন সৃষ্টি স্বাদে জ্বলছে,
এসো আজ দুই জনে তে একটি ছবি আঁকি
দুই জীবনের ভালোবাসা আবির দিয়ে মাখি।