কাঁশফুল আর সবুজ বনানী,
দাঁড়িয়েছে যেন লক্ষ সেনানী।
নদী ভরা জল-
চলে ছল ছল।
ভ্রমরেরা চুমিতেছে কতো বনফুল,
শোভিতেছে পাহাড়ে বুনো বকুল।
বড়ো বড়ো পাথর,
ঝুলিছে আজও নিথর।
আঁকে কতো বিচিত্র ছবি,
কল্পনায় ডুবে একা কবি।
***********
তাং: ৮/০৯/২০১৮ ইং
২২ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ৮.৫৪ঘটিকা
সংস্কার ভারতী
গৌহাটি; আসাম, ভারত।