শখ ছিল দত্তক নেব তাকে,
স্বর্গের বৃষ্টি কণার সাথে-
যে ঝরে পড়ে এই পৃথিবীতে।
তোমাকেই বলছি আজ-
এই বাদল দিনে।
যদি পাও তার দেখা,
যে এ পৃথিবীতে সত্যিই বড়ো একা।
পলাশের বনে উড়ে পাখি আকাশে,
আপন মনে চেয়ে দেখি -
ঐ কালো পাখিটা!
কুহু ডেকে বলে যেন,
দত্তক নেবে নাকি!
********
তাং: ২৩/০৫/২০১৮ ইং
৮ জৈষ্ঠ,১৪২৫ বাং
বিকাল:৩.১১
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত