আমরা দুজন ভেসে আছি-
প্রেমের উষ্ণ স্রোতে।
কাব্য কথায় জীবন ভেলায়-
থাকুক বন্ধন তাতে।
*******