বিদায় দিতে নাহি চাহি কবিতা তোমারে,
তুমি ধরি রাখিলে যেন আমারে।
সূচনায় ছিলে তুমি আনন্দময়ী,
আজ হয়েছ তুমি চিন্ময়ী!
জীবনের সুচিপত্রে প্রথমেই তুমি,
ব্যস্তময় জীবনেও লিখে যাই আমি।
********
তাং: ১৯/০৫/২০১৮ ইং
৪ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৬.০৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত