কবিতা পড়া হলো না বিশ্ব কবিতা দিবসে,
নিঃশব্দে বাড়ি ফিরি -আক্ষেপের গ্লানি নিয়ে।
মোবাইলে নিমন্ত্রণ আসে দুই কবির,
আমার মোবাইলে-অবশ্য অপর কবির,
মোবাইল বন্ধ ছিল তাই আমাকেই ফোন!
এক দিন আগে নিমন্ত্রণ পেয়েছি-
বেশ ভালো ছবি এঁকেছিলাম  মনে।
যথারীতি জানা‌ই আমার প্রিয় কবিকে,
আমরা দু'জন‌ই খুশী আসবো কবিতা উৎসবে।
অফিসের মাসিক সভা সেরে আসি -
'শিশু উদ‍্যানে' সময় আড়াইটা বিকাল।
জনশূন্য তখনো শিশু উদ‍্যানে'-হাতে হাত ,
লাগাই চেয়ার সাজানো হয়।
বহু বার ফোন করি আমার প্রিয় কবি বন্ধুকে,
কিন্তু, না উনি ফোন ধরেননি।ব‍্যস্ত ছিলেন
পার্টিতে-ভাগ্য ভালো উনি আসলেন তিনটা
পঁচিশে।অনুষ্ঠান শুরু হলো  উন্মোচন হলো
'শব্দনীল' ম‍্যগাজিন। উন্মোচন মঞ্চে সকল
কবি আমন্ত্রিত হলেন ব‍্যতীরেকে আমি।
এমন কি আমার প্রাণের বন্ধুও আমাকে
ডাকেনি। কবিতা পাঠ শুরু হলো শেষ হয়ে
বাচিক শিল্পীদের অনুষ্ঠান শুরু হলো,
বারবার অনুরোধ ক‍রার পর‌ও
কবিতা পড়ার সুযোগ পেলাম না-
সঞ্চালক দেবতোষ নাথের সঞ্চালনায়।
কারণ কি ছিল জানিনা-
হয়তোবা আমি অবাঙালি বাঙলা কবি তাই!

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০৩/২০১৮ ইং
    ৭ চৈত্র,১৪২৪ বাং
       সকাল: ৯.৪৯