কবির আশা স্বপ্নে ভাসা,
জীবন খোঁজে শব্দ পাওয়া।
এক জীবনের শতেক স্বপ্ন,
তবু কবি কবিতাতেই মগ্ন!
কবির মনে কথার মালা,
ভুলে তাতেই জীবন জ্বালা।
********
তাং: ১১/০৬/২০১৮ ইং
২৭জৈষ্ঠ,১৪২৫ বাং
দুপুর:১২.৪৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত