আমি বলতে চাই না-
কবিরাও সাম্প্রদায়িক হন!
তবুও মিথ্যাচার না করলে,
বলতে বাধ্য হই-
কিছু কিছু কবি সাম্প্রদায়িক।
আমি দেখেছি দু'এক জন
মিথ্যাচারী কবি যারা-
নির্লজ্জের মতো মিথ্যার কাহন।
সূর্যের অস্তিত্ব অস্বীকার করার জন্য,
কেউ কেউ আবার নিজেরাই-
অন্ধকারে চলে যেতে বাধ্য হন।
আমি কেন যেন ভাবি-
কবি তো সত্য-শান্তির প্রতীক, নির্ভীক,
মানুষের কবি-কোনো রাজনীতির নয়!
********
তাং: ২৫/০৫/২০১৮ ইং
১০ জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত: ১২.৪৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত