কাব‍্যমালা লিখতে গিয়ে টের পেলাম জ্বালা,
আইন কানুনের গ্যঁড়াকল যায়না কথা বলা।
কুম্ভকর্ণ মানব হৃদয় সদয় হবেন কখন,
ক্ষণে ক্ষণে চাবুক দেখি লিখবো যে কেমন?
ঠান্ডা ঘরে আরাম করে অফিসারের দল-
প্রহসন‌ই করছে তারা আইন কোথায় বল?
সম্রাটের ঐ তরবারি ঝুলছে  জাদুঘরে-
ভুলে গেছি সেনানী যারা যুদ্ধে গেল মরে।
ঘুমিয়ে গেছে প্রাচীন কথা ইতিহাসের পাতায়,
খুলবে যদি মুখটা আজ পড়বে লাঠি মাথায়।
শর্ষে ভরা গোলাঘরে লুকিয়ে আছে ভূত,
আনন্দেতে সবাই নাচে ভগবানের দূত।
বিচার চাই! বিচার চাই! বললে কি আর হবে,
সেই বিচারের দাঁড়িপাল্লা চোখ বেঁধে রবে।
প্রমোশনে চাই যে বন্ধু বড়ো বড়ো আসন,
অন‍্যায়েরে তাইতো বলে আসুন আসুন বসুন!
বাধ্য হয়ে সবাই নামায় কাঁধের নিচে মাথা,
অত‍্যাচারির বিরুদ্ধে যে কে বলবে কথা?


***********
তাং: ‌৩০/০৮/২০১৮ ইং
১৩ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৯.০৯
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত