নীল আকাশের কোলে, মেঘের বাঁধনে জড়িয়ে,
দেবদূতের সুরে, গান গেয়ে বাতাস হাসে,
স্বর্গ থেকে নেমে এসে, দেখা দিলে তুমি,
হৃদয় আমার থেমে গেল, আলোকিত হল মুখখানি।
সূর্যের আলোয় ঝলমলে, তোমার কোমল কেশ,
চাঁদের আভায় ঝলমলে, তোমার মুখের হাসি,
নক্ষত্রের ঔজ্জ্বল্যে ঝলমলে, তোমার দুটি চোখ,
দেবীর মত সুন্দরী, তুমি এসে দাঁড়ালে পাশে।
পরিপূর্ণ মনের আনন্দে, ভরে গেল হৃদয়,
তোমার স্পর্শে ছুঁয়ে গেল, আমার সকল অঙ্গ,
ভালোবাসার অমৃতধারায়, ভিজে গেল সকল ক্ষণ,
স্বর্গ থেকে এসেছো তুমি, করে দিলে আমার জীবন স্বর্গময়।
কথা নেই, গান নেই, শুধু মুগ্ধ দৃষ্টি,
তোমার রূপের সামনে, হারিয়ে যায় সবকিছু,
চিরকাল ধরে তোমাকে, দেখতে চায় মন,
স্বর্গ থেকে নিয়ে এসেছো তুমি, আমার জীবনে আলো।