রক্তের স্রোতে পথ ভাসে,
বীর শহীদদের খুনে।
টিক্ টিক্ করে রাত কাটে,
নির্ঘুম দুটি চোখে।
ওরা বিশ্বাস-ঘাতক কাপুরুষ,
তাতো জানা বহু আগে।
তুমি! তুমিও সেই পথে-
ক্ষোভে দুঃখে বুক ফেঁটে যায়।
স্বার্থের টানে নরাধম হয়েছ তুমি-
ভুলেছ প্রেম ভালোবাসা মাতৃভূমি।
যুদ্ধ আজ বাহিরে নয়!
এবার যুদ্ধ হোক-
বিশ্বাস ঘাতক মীরজাফর নিধনে।
*****
তাং: ১৭/০২/২০১৯ ইং
সকাল:০৪.২৫
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত