ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে যখন
নিজেকে প্রশ্ন করি-
উত্তর আসে, তুমি হারিয়ে ফেলেছ সব কিছু।
কিছুই নেই তোমার
তোমার ভালোবাসা যেন অভিশাপ
মিথ্যা আশা প্রতিশ্রুতি
সব কিছুই মিথ্যা মরুভূমি মরিচিকা
পত্র বিহীন পর্ণমোচী তুমি।
তবু আশা যেন বেঁচে থাকে-
তুমি আছো আমি আছি
আমার কলম আর কবিতা
অশ্রু জলে সিক্ত কথার মাঝে।
নিয়ত প্রসূতি আমি জবালা।