দরজা খানা জিজ্ঞেস করে,
ফিরতে কেন দেরি  রাতে?
চোরের মতো ঢুকি ঘরে-
কেউ যদি জাগে পাশে!
পথে তারা বেজায় খুশি,
মালতী আর বকুল ফুল!

********

তাং: ১৩/০৫/২০১৮ ইং
২৯ বৈশাখ,১৪২৫ বাং
রাত:১১.১৬
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত