ফিরবো না আর, জাগবো না আর;
শঙ্খধ্বনি বা করতালির ঝঙ্কারে।
মিটবে মোর চির অহঙ্কার-
তবো ছায়াতলে অদৃশ্য আলোকে।
********

তাং: ‌১৬/০৬/২০১৮ ইং
৩১আষাঢ়,১৪২৫ বাংলা
রাত:১১.৫৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত