তবু তুমি দেখিবে মোরে নয়ন মুদিলে,
সেই হাসি মোর স্বাগত জানাবে তুমারে।
আবার কোন নতুন জনমের পথে-
ঘাস ফরিঙ  কিংবা শ্বেত কবুতর হয়ে।

********

তাং: ‌২২/০৭/২০১৮ ইং
০৫  শ্রাবণ,১৪২৫ বাংলা
রাতঃ ৯.১২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত