খসে পড়া পালকের মতো,
ঘুরে ঘুরে আসিব তবো পদতলে।
ঘৃণা করে ফেলে দিও না তুমি-
তুচ্ছ ঝরা পালক বলে।
আমি আসিবই তবো আচল সুরভিতে,
প্রশান্তির নিদ্রালয়ের খোঁজে।
********
তাং: ১৫/০৬/২০১৮ ইং
৩০ আষাঢ়,১৪২৫ বাংলা
রাত:১০.২০
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত